প্রকাশিত: ০৪/১১/২০১৮ ৮:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেছেন, মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার থেকে আসা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। বাংলাদেশ যে তাদের মানবিক সহায়তা দিয়েছে তা পৃথিবীতে বিরল। এজন্য বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিমান যোগে রোববার দুপুর ১২ টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে গাড়িযোগে তিনি বান্দরবানের তুমব্রু শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। ওখান থেকে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প নং ১৭ তে যান। ওখানে মন্ত্রী কথা বলেন রোহিঙ্গাদের সাথে এবং তাদের সাথে কিছু সময় কাটান। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী,এডিসি জেনারেল মাহিদুল রহমান ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। তবে বাংলাদেশের মন্ত্রী কোন কথা বলেননি সাংবাদিকদের সাথে।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...