প্রকাশিত: ২৯/১০/২০১৯ ২:২৪ পিএম

কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি এ সঙ্কটের দ্রুত সমাধানে আরও কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার (২৮ অক্টোবর) রোমে বিশ্ব খ্যাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ও ডব্লিউএফপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ডব্লিউএফপির আরও বেশি ভূমিকা রাখা দরকার।

এর আগে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করেন ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত হিশাম মোহাম্মদ বদর। সে সময় বোর্ড সভাপতি এবং প্রতিনিধি দলের সব সদস্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যে মানবিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের ওপর জোর দেন তিনি।

রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য ডব্লিউএফপি যথাসাধ্য চেষ্টা করবে বলে বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালকের পাশাপাশি নির্বাহী বোর্ডের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...