প্রকাশিত: ২৯/১০/২০১৯ ২:২৪ পিএম

কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি এ সঙ্কটের দ্রুত সমাধানে আরও কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার (২৮ অক্টোবর) রোমে বিশ্ব খ্যাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ও ডব্লিউএফপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ডব্লিউএফপির আরও বেশি ভূমিকা রাখা দরকার।

এর আগে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করেন ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত হিশাম মোহাম্মদ বদর। সে সময় বোর্ড সভাপতি এবং প্রতিনিধি দলের সব সদস্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যে মানবিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের ওপর জোর দেন তিনি।

রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য ডব্লিউএফপি যথাসাধ্য চেষ্টা করবে বলে বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালকের পাশাপাশি নির্বাহী বোর্ডের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...