প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৩:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৫ এএম

ডেস্ক নিউজঃ মালয়েশেয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে স্থাপিত মালয়েশিয়ার ফিল্ড হসপিটাল পরিদর্শনের জন্য আগামী বৃহস্পতিবার (১২ জুলাই) সফরে যাচ্ছেন।

মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রণালয়, মালয়েশিয়া রিলিফ চ্যারিটি এবং আরো কয়েকটি এনজিও মিলে এ সফরের আয়োজন করে। এর মাধ্যমে হাসাপাতালের কার্যক্রম ও উদ্বাস্তু শিবিরে রোহিঙ্গাদের অন্যান্য সুরক্ষার প্রয়োজনগুলো দেখবেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোহিঙ্গাদের সহায়তায় মালয়েশিয়াবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাদের জন্য বিশেষ করে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়।

বিবৃতিতে আর্থিক সহায়তার জন্য একটি ব্যাংক একাউন্টের নাম্বারও দেয়া হয়।

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...