প্রকাশিত: ০২/০৬/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
মধ্যপ্রাচ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারী চার ব্যক্তি এসেছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। হাতুন কাদি, জয়নাব আল ইকাবি, মিথাইল বিন আলি, ম্যাক্স স্ট্যানন নামের এই চার ব্যক্তি শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। তারা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কথা শোনেন। ইউএনএইচসিআর তাদের ফেইসবুক পেজে জানায় এই চার সেলিব্রেটির বাংলাদেশে আসার কথা। এখানে দেখা চিত্রগুলোই তারা তাদের

ফলোয়ারদের সামনে তুলে ধরবেন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। লাখ লাখ রোহিঙ্গার জন্য অনেক বেশি ত্রাণ প্রয়োজন বলেও ফেসবুক পেজে জানায় ইউএনএইচসিআর। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এই পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা।

পাঠকের মতামত