উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০১/২০২৪ ২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসা সদস্য সৈয়দ হোসেনকে আটক করেছে এপিবিএন।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সৈয়দ হোসেন ৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের আবু তাহেরের ছেলে। অভিযানে একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ক্যাম্পের এ/৪৬ ব্লক থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সৈয়দ হোসেন আরসার সদস্য বলে জানা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...