উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০১/২০২৪ ২:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসা সদস্য সৈয়দ হোসেনকে আটক করেছে এপিবিএন।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সৈয়দ হোসেন ৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের আবু তাহেরের ছেলে। অভিযানে একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর ক্যাম্পের এ/৪৬ ব্লক থেকে সৈয়দ হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সৈয়দ হোসেন আরসার সদস্য বলে জানা গেছে।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...