উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ৮:১৭ পিএম , আপডেট: ০৯/০৩/২০২৪ ১০:৩৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকের বিকিকিনি, স্বর্ণের চোরাচালান, রাত নামলেই চলে অস্ত্রের ঝন ঝনানি।

উখিয়া উপজেলার পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী আরো বলেন,২০১৭ সালের ১৫ ই আগস্ট মিয়ানমার জান্তার অমানুষিক নির্যাতনের ফলে আমাদের মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে এদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেন। আমরাও বাংলাদেশের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। আমরা একটি নির্যাতিত জাতি হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম। আমরা কোন সন্ত্রাসীকে আশ্রয় দেই নাই। কিন্তু বর্তমানে রোহিঙ্গাদের হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ক্যাম্পে প্রতিনিয়ত খুনাখুনি হচ্ছে। মাদকের বিকিকিনি হচ্ছে। অস্ত্রের ঝন ঝনানি বেড়েছে। তাদের বিভিন্ন গোষ্ঠী ও উপ গোষ্ঠীর অপতৎপরতা বেড়েছে । রোহিঙ্গা ক্যাম্পে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে বিভক্তি রূপ নিচ্ছে সংঘাতে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। রোহিঙ্গাদের কারণে আমার এলাকার জনগণ কাঁটাতারের ভিতর মানবতার জীবন যাপন করছে।

অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
বিশেষ অতিথি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,
পালংখালী ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম রাজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সিনিযর সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...