ইসলামী ব্যাংকের ১৬০০ কোটি ‘গায়েব’, এস আলমের বিরুদ্ধে আরও দুই মামলা
চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের ...
উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার মধুরছড়া ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শনিবার সকালে
খেলনার বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোর হয়ে নয়জন আহত হয়েছে।
আহতরা হলেন- ক্যাম্পের আবদুল গফুরের ছেলে হামিদ উল্লাহ, মো. শফির ছেলে মোহাম্মদ ইলিয়াছ, ইমাম শরীফের ছেলে সরওয়ার, আবদুল হাকিমের ছেলে নুরুল আলম, আবদুল মালেকের ছেলে আবদুল কাদের, মো. জাফরের ছেলে ফয়েজ উল্লাহ, মো. জমিরের ছেলে আনোয়ার খালেদ, মো. শরীফের ছেলে এজাজুল হক ও মো. হাশিমের মেয়ে তসলিম। তাদের গুরুতর আহতাবস্থায় উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, কুতুপালং জি-২ জোন কিউতে রোহিঙ্গা মো. ইলিয়াছ সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জন আহত হয়।
পাঠকের মতামত