প্রকাশিত: ১৩/০১/২০২০ ৭:৩৫ পিএম , আপডেট: ১৩/০১/২০২০ ৭:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সমান তালে চলছে পাহাড় কাটা। এনজিও সংস্হা কতৃর্ক পাহাড় কাটার দায়ে চার রোহিঙ্গাকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন। সোমবার বিকালে সাজা প্রাপ্ত রোহিঙ্গাদের কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ক্যাম্প প্রশাসন জানিয়েছেন।

গত রবিবার বিকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সহকারী ক্যাম্প ইনচার্জ মো:কামাল হোসনের নেতৃত্ব একদল লোক রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তের ভার্ক নামক এনজিও সংস্হা কতৃর্ক পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় চার রোহিঙ্গাকে আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মালেকের ছেলে আব্দুস সালাম, আলী হোসনের ছেলে বশির আহমদ,আমির হোসনের ছেলে দিল মোহাম্মদ ও মো:হোসনের ছেলে মো:ইয়াছিন। পরে সন্ধ্যায় ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হাজির করা হলে প্রত্যেক রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সহকারী ক্যাম্প ইনচার্জ মো:কামাল হোসেন বলেন প্রশাসনের অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে চার রোহিঙ্গাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...