প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ এএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি বলেছেন, মিয়ানমার থেকে অাসা রোহিঙ্গাদের কারনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অাশ্বাসের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে উখিয়া-টেকনাফের প্রায় ২০ হাজার জনগণ সহযোগিতার অাওতায় এসেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এনজিও সংস্থা কাজের বিনিময়ে টাকা, নগদ সহায়তা দিচ্ছে।
তিনি অাজ উখিয়ার পালংখালী ইউনিয়নে এনজিও এসিএফ ও মুক্তির মাধ্যমে ৯২৫ জন উপকারভোগীর মাঝে নগদ ৮ হাজার টাকা করে বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এমপি বদি অারো বলেন, শেখ হাসিনার সরকার জনগনের সরকার। জনগনের কল্যানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই অাগামী নির্বাচনে অাবারো জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।
তিনি অারো বলেন, পর্যায়ক্রমে রোহিঙ্গা অধ্যুষিত এলাকার সব জনগণকে সহায়তা দেয়া হবে।
এসময় অারো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, ইউপি সদস্য মোঝাফফর অাহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম অাজাদ, আওয়ামীলীগ নেতা অালমগীর ফরহাদ মানিক প্রমূখ। পরে এমপি বদি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৭৫০ পরিবারের মাঝে চাউল বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল অালম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদা, রত্নাপালং ইউনিয়ন আ’লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার প্রমূখ।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...