প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৮:৩০ এএম

নিউজ  ডেস্ক::

মায়ানমার মানবতার হাহাকার দুমড়ে মুচড়ে কাঁদছে। মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর হত্যাকান্ডের কোন সুরাহা হচ্ছে না। নির্বিচারে অত্যাচার ও হত্যা জারি আছে। নির্যাতিত এবং প্রাণে বেঁচে যাওয়া রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে তুমবুরুং হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের মাটিতে সম্বলহীন অসহায় মানবতার জীবন কাটিয়ে ও প্রাণে বেঁচে আছে তারা। বাংলাদেশের অবস্থানরত মুসলিম রোহিঙ্গাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক দাতা সংস্থা। বাংলাদেশের মানবতার সেবায় নিয়োজিত সমাজসেবী প্রতিষ্ঠান ইউনাইটেড সাপোর্ট ফর ডিপ্রাইভড পিপল (টঝউচ) এর সহযোগীতায় গত ২০শে জানুয়ারি, ২০১৭ রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়। এই কার্যক্রমে ইউএসডিপির সভাপতি সাদিয়া বিনতে শাহজাহান এবং সেক্রেটারী শারমিন চৌধুরী উপস্থিত থেকে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ এবং জামা কাপড় বিতরণ করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের সমস্যা এবং যেকোন প্রকার সহায়তার তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...