প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ১০:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:;
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অমানুষিক নির্যাতনের কথা শুনে এবং তাদের দুর্দশা দেখে কাঁদলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় রোহিঙ্গাদের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সেখানে কক্সবাজার পৌরসভার উদ্যোগে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, অসহায় নর-নারী, শিশু; কতদিন এরা খায়নি। আমরা এসেছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কী কষ্ট। কাল সারারাত বৃষ্টি। আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। এদের সহযোগিতা করতে হবে। আজকে আমাদের স্লোগান একটা-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এর বাইরে কোনো স্লোগান নেই। আমরা মনের থেকে, আবেগের থেকে, চেতনা থেকে, অনুভূতি থেকে আমরা তাদের সাহায্য করছি।’

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কক্সবাজারের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত শনিবার রাত থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছে রোহিঙ্গা শরণার্থীরা। অনেকে সর্দি, কাশি ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে। এদের বেশির ভাগই শিশু।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...