প্রকাশিত: ০৩/০৯/২০২১ ১০:৫১ পিএম

রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় থিংক ট্যাংক চ্যাথাম হাউসে ‘ফোরজিং এ সিভিএফ-কপ২৬ ক্লাইমেট সলিডারিটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন ড. মোমেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) লন্ডনে বাংলাদেশ দূতাবাস জানায়, চ্যাথাম হাউসের সংলাপে ড. মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চান।

অনুষ্ঠানে ড. মোমেন বাংলাদেশের নিজস্ব উদ্যোগে গঠিত ৪৫ কোটি ডলারের জলবায়ু তহবিলসহ অন্যান্য বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি ন্যূনতম নির্গমনকারী দেশ হয়েও শেখ হাসিনা সরকার কম কার্বন উন্নয়নের পথ অনুসরণ করছে।

সংলাপে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম স্বাগত বক্তব্য রাখেন। সংলাপে চ্যাথাম হাউসের চেয়ারম্যান বার্নিস লি, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কপ-২৬ যৌথ অনুষ্ঠানে আগ্রহী বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রের ৯ নম্বর ডাউনিং স্ট্রিটে কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মোমেন জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ শীর্ষ সম্মেলনে যৌথভাবে পৃথক একটি অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যে কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন ড. মোমেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতির দায়িত্ব পালন করছে। এ জন্য সিভিএফ কপ-২৬ যৌথ অনুষ্ঠানে আগ্রহী বাংলাদেশ।

ড. মোমেন যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক জলবায়ু সম্পর্ক বিশেষ করে; সবুজ প্রযুক্তি স্থানান্তর, সবুজ বিনিয়োগকে উৎসাহিত করা এবং জলবায়ু প্রশমন প্রকল্পে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে কপ-২৬ প্রেসিডেন্ট সবুজ অর্থায়ন ও বিনিয়োগকে উৎসাহিত করার জন্য সহযোগিতা এবং একটি পরিষ্কার ও সবুজ ভবিষ্যৎ তৈরিতে প্রযুক্তি স্থানান্তরসহ বিভিন্ন অঞ্চলে আবহাওয়া উদ্যোগের জন্য যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজার-৪ সহ ২৩ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিরোধ

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিতসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ...

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...