প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৯:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা শরণার্থীদের কারণে উখিয়া – টেকনাফে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। ক্যাম্প স্থাপন ও রান্নার জন্য বনের গাছ কাটায় উজাড় হচ্ছে শত শত একর বন। বেড়েছে বন্যপ্রাণী শিকার। বন্যপ্রাণীর আবাসভূমিও নষ্ট হচ্ছে। পানির স্তর অনেক নিচে নেমে গেছে। দ্রুত রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান না হলে উপকূলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশে রোহিঙ্গা বসতি :কক্সবাজারের পরিবেশ সংকট’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েস।

সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এর ফলে পাহাড় কাটা ও বনাঞ্চল শেষ হচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবেশ। আর কক্সবাজারের বন ধ্বংস হলে তার খেসারত দিতে হবে সারাদেশকে। তাই দেশের স্বার্থেই সফল কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

লিখিত বক্তব্যে বাপার কক্সবাজার শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পর কক্সবাজারে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তাদের বসতির ফলে ৫০০ কোটি টাকার বন উজাড় হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। সব মিলিয়ে কক্সবাজারে মরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, গত বছরের ২৮ আগস্ট থেকে রোহিঙ্গা বসতির জন্য কক্সবাজারে প্রায় সাড়ে চার হাজার একর সংরক্ষিত বন ধ্বংস হয়েছে। উখিয়া ও টেকনাফে পাহাড় কেটে, বন ধ্বংস করে একের পর এক রোহিঙ্গা ক্যাম্প গড়ে তোলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পাহাড়ি এলাকা ও টেকনাফ উপদ্বীপ পরিযায়ী পাখির আন্তর্জাতিক উড়ালপথের অংশ। দীর্ঘ পথ ওড়ার পর এখানে কয়েক ঘণ্টা বিশ্রাম নেয়। বিশ্রামের পরিবেশ নষ্ট হলে পাখিরা এ পথ ছেড়ে দেবে। এতে কিছু প্রজাতির পাখি বিপন্ন হবে।

তিনি বলেন, হাতি চলাচলের পথ আটকে রোহিঙ্গা বসতি স্থাপন করা হয়েছে। বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে সুপেয় পানির সমস্যা বড় আকার ধারণ করেছে। সামনের বর্ষায় কাটা পাহাড়ের ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহম্মেদ কামরুজ্জামান মজুমদার বলেন, গত নভেম্বরের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে দেখা গেছে, রোহিঙ্গা অনুপ্রবেশের পর উখিয়ায় ১১ দশমিক ১ শতাংশ বনভূমি উজাড় হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, হুমায়ন কবির সুমন প্রমুখ।

পাঠকের মতামত

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ...

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...