উখিয়ায় প্রেমের টানে ধর্ম পরিবর্তন
কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া গ্রামে ধর্মীয় ও সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চুমকি বড়ুয়া। তিনি সম্প্রতি ইসলাম ...
ডেস্ক রিপোর্ট ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেন যে বাংলাদেশে চলতি বর্ষা মরসুম শেষ হবার আগেই হাজার হাজার রোহিংগা শরণার্থীকে বঙ্গোপসাগরের প্রত্যন্ত ভাসান চরে স্থানান্তর করা হবে।তবে নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কারণে রোহিংগারা বলেছে তারা ঐ পরিকল্পনা মানবে না।
কক্সবাজারের জাম-তলী শরণার্থী শিবিরের আশ্রয় নেওয়া রোহিংগা শরণার্থী মাসুদা বেগম ভয়েস অব আমেরিকাকে বলেন, “আমরা দ্বীপে যেতে চাই না। দ্বীপটিরচারিদিক যদি পানি বেষ্টিত থাকে তাহ’লে পানিতে ভেসে যাবে, আর তা কখনই নিরাপদ স্থান হতে পারে না।”
অধিকার দলগুলো সর্তক করেছে কেবল মাত্র ঐসব শরণার্থীদেরই পুনর্বাসন করা হবে যারা সম্পূর্ণ ভাবে নিজের ইচ্ছায়, স্বচ্ছতা বজায় রেখে এবং সরাসরি পরামর্শ দান করার পরেই সেখানে যেতে রাজি হবেন।
পাঠকের মতামত