প্রকাশিত: ১৫/০৬/২০২০ ১২:২০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার;
কক্সবাজার পৌরসভা ৩ নং ওয়ার্ড রেডজোনে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন ও করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে একদল যুবক।

যারা নিজেদের চেয়ে দেশকে বেশী ভালবাসে। মানুষের নিরাপত্তা নিয়ে ভাবেন। সকাল থেকে সন্ধ্যা নাগাদ মাঠেই রয়েছেন।

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমানের নির্দেশে, যুবনেতা বেসরকারি কারা পরিদর্শক মাসুকুর রহমান বাবুর নেতৃত্বে গত ৬ জুন থেকে বিভিন্ন পয়েন্টে তারা স্বেচ্ছসেবকের দায়িত্ব পালন করে চলেছেন। বিনা প্রয়োজনে যাতে কেউ বাসাবাড়ীর বাইরে না যান, তারা কাজ করছেন।

দায়িত্ব কার্যক্রম পরিচালনায় রয়েছেন- মোঃ নাছির উদ্দিন, মোঃ লোকমান, মিন্টু, জাহাঙ্গীর, বাহার উদ্দীন, সাইফুল ইসলাম মামুন, সৈয়দ হোসেন, সাহেদুল ইসলাম শাওন, মোঃ হাশেম, মোজিবুল হক, দস্তগীর সাঈদ, মোস্তফা কামাল রিফাত প্রমুখ।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...