প্রকাশিত: ১১/০৪/২০২০ ১২:৪৯ পিএম

সোয়েব সাঈদ::.
রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুলে জনৈক আনোয়ারের মালিকানাধিন অবৈধ স মিল (করাত কল) আজ শনিবার বেলা পৌনে ১২ টায় উচ্ছেদ করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এ সময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন , বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এম আতা ই এলাহী, রামু থানার এএসআই সজিব, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।
বাঘখালী রেঞ্জ কর্মকর্তা এমন আতা ই এলাহী জানিয়েছেন, ২ মাস পূর্বে অবৈধভাবে এ করাত কলটি স্থাপন করা হয়। এটি বৈধতার কোন কাগজপত্র ছিলো না। তাই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ করাত কলটি উচ্ছেদ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...