প্রকাশিত: ৩০/০১/২০১৭ ১১:২৬ পিএম

সোয়েব সাঈদ::
রামুতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে হানা দিয়েছে। এতে চায়ের দোকানে থাকা ৩ গ্রামবাসী আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস (চট্টমেট্টো ব ১১-০১২৯) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে ডুকে পড়ে। এসময় চায়ের দোকানের পাশে থাকা তিন গ্রামবাসী বাসের ধাক্কায় আহত হন। এসময় দোকান মালিক শাহজাহান প্রাণে রক্ষা পেলেও দোকান ঘরটি বাস চাপায় দুমড়ে-মুচড়ে যায়। এতে আহতরা হলেন, দোলন শর্মা, শর্মা ও মো. সাজু ।
চায়ের দোকানের মালিক শাহজাহান জানান, এ ঘটনায় তার দোকান ঘর এবং দোকানে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...