ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৪ ৯:৩৪ এএম , আপডেট: ২০/০৪/২০২৪ ৯:৩৬ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৪ জন।

শুক্রবার রাত ৯টার দিকে পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার আবু বক্কর তাসিফ (১৮) ও কক্সবাজারে ঈদগাহ মধ্যম মাইজ পাড়া এলাকার নুরুল আমিন (২৭)।

আহতরা হলেন, বৈলতলীর রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২) ও চকরিয়ার সিএনজি চালক লিটন (৩৫) আহত হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক হতাহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২ জনের সুরতহাল রির্পোট তৈরি করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...