প্রকাশিত: ৩০/০১/২০১৭ ১১:২৬ পিএম

সোয়েব সাঈদ::
রামুতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে হানা দিয়েছে। এতে চায়ের দোকানে থাকা ৩ গ্রামবাসী আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস (চট্টমেট্টো ব ১১-০১২৯) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে ডুকে পড়ে। এসময় চায়ের দোকানের পাশে থাকা তিন গ্রামবাসী বাসের ধাক্কায় আহত হন। এসময় দোকান মালিক শাহজাহান প্রাণে রক্ষা পেলেও দোকান ঘরটি বাস চাপায় দুমড়ে-মুচড়ে যায়। এতে আহতরা হলেন, দোলন শর্মা, শর্মা ও মো. সাজু ।
চায়ের দোকানের মালিক শাহজাহান জানান, এ ঘটনায় তার দোকান ঘর এবং দোকানে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...