উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১১/২০২২ ৯:৩০ এএম

কামাল শিশির, রামু

রামুর ঈদগড় – ঈদগাঁও সড়কের ভোমরিয়া ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তমজিদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় মোবারক ও শামরান কবির আব্বু নামের আরো দুই আহত হয়েছে। তারা রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা।

রবিবার ( ৬ নভেম্বর) রাত আনুমানিক রাত ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভেমরিয়া ঘোনা এলাকার শিয়া পাড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।

নিহত তমজিদ ঈদগড়ের ছৈয়দ হোসনের ছেলে। আহত মোবারক টোটারবিল এলাকার রমজানের ছেলে এবং অপরজন বদর মোকাম এলাকার নুরুল কবিরের ছেলে বলে জানা গেছে।

জানা যায় শামরান কবির আব্বু যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, রক্ষা পেল স্বামী

‎ মোটরসাইকেলে করে বাঁশখালীর পুকুরিয়া থেকে ‎স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ। কক্সবাজারের ...