প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ১১:২৫ এএম

অর্পন বড়ুয়া ::

রামু উপজেলার দূর্গম পাহাড়ি অঞ্চলে পুলিশের অভিযানে মৌলানা মো. ইউনুছ (৪৫) নামে তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জঙ্গি মৌলানা মো. ইউনুছ উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকার মো. উলা মিয়ার ছেলে।

গর্জনিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনুছের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে সন্ত্রাস বিরোধী আইনে ইউনুছের বিরুদ্ধে ঢাকা উত্তরা মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি জেল থেকে বের হন জঙ্গি ইউনুছ।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...