ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ২:৪৭ পিএম

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। রাখাইনে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (AA) সম্প্রতি ওই রাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এবং বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

মিয়ানমারের ইরাবতি ও অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আরাকান আর্মির এই নির্দেশনায় ১৮ থেকে ৪৫ বছর বয়সী পুরুষদের এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের রাজ্য ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনও যুক্তিসঙ্গত চিকিৎসাজনিত কারণ ছাড়া এই বয়সসীমার কেউই রাজ্য থেকে বের হতে পারবে না। তবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ যদি কোনও রোগীর চিকিৎসা নিশ্চিতভাবে করতে না পারে, সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে বাহিরে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই ভ্রমণ নিষেধাজ্ঞা মূলত আরাকান আর্মির নতুন করে সেনা সংগ্রহের প্রক্রিয়ারই অংশ। সূত্র মতে, সংগঠনটি তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনে গত মার্চে ঘোষণা দেয়, ১৮ বছর পূর্ণ হওয়া সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে দুই মাসের সামরিক প্রশিক্ষণ শেষে দুই বছরের জন্য আরাকান আর্মিতে যোগ দিতে হবে।

গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির তীব্র সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় মাত্র কয়েক মাসের ব্যবধানে রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যায়। এতে বাংলাদেশের সঙ্গে থাকা রাখাইনের আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিও এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে আসে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি বাংলাদেশের জন্যও উদ্বেগজনক। সীমান্তের ওপারে নতুন করে সংঘর্ষ, সেনা সমাবেশ এবং অস্ত্রের ঝনঝনানির কারণে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরাকান আর্মির কিছু সদস্য ইতোমধ্যেই বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে ঢুকে অনুষ্ঠান পরিচালনা করেছে।

আরাকান আর্মি জানিয়েছে, রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক হলে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতির উন্নতির লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, বরং সামনে আরও সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকে। সূত্র জনকন্ঠ

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...