প্রকাশিত: ১০/০৩/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৯ এএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাখাইনে গণহত্যার অভিযোগ সাজানো আখ্যা দিয়ে এর সুস্পষ্ট প্রমাণ চেয়েছে মিয়নামার সরকার। বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা থাং তুন এই মন্তব্য করেন। জেনেভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইনে এখনো মুসলিম সম্প্রদায়ের লোকজন অবস্থান করছে। গণহত্যা সংঘটিত হলে তাদের রাখাইনে রাখা সম্ভব হতো না। এদিকে, খোদ মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম ইরাবতীর সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৯০ শতাংশই পালিয়ে গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...