প্রকাশিত: ১০/০৩/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৯ এএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাখাইনে গণহত্যার অভিযোগ সাজানো আখ্যা দিয়ে এর সুস্পষ্ট প্রমাণ চেয়েছে মিয়নামার সরকার। বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা থাং তুন এই মন্তব্য করেন। জেনেভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইনে এখনো মুসলিম সম্প্রদায়ের লোকজন অবস্থান করছে। গণহত্যা সংঘটিত হলে তাদের রাখাইনে রাখা সম্ভব হতো না। এদিকে, খোদ মিয়ানমারের প্রভাবশালী সংবাদমাধ্যম ইরাবতীর সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৯০ শতাংশই পালিয়ে গেছে।

পাঠকের মতামত