
উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন চলতি অর্থবছরে ৫টি ইউনিয়নে ২০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের অনুমোদন হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টেন্ডারসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে কার্যাদেশ দেওয়া হয়েছে। উক্ত প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস’ায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদির বিশেষ বরাদ্দের আওতায় ও এলজিইডি’র অর্থায়নে চলতি অর্থবছরে শুধুমাত্র গ্রামীণ যোগাযোগ ব্যবস’ার উন্নয়নকল্পে ২০ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি’র) সহকারি প্রকৌশলী সোহরাব হোসেন জানিয়েছেন, চলতি অর্থবছরে যেসব প্রকল্প চলমান রয়েছে এবং বাস্তবায়ন করা হবে এমন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হাজিরপাড়া জামে মসজিদ থেকে উখিয়া দারোগা বাজার সড়ক কার্পেটিং, উখিয়া সদর মৌলভী পাড়া রাস্তার মাথা থেকে এডভোকেট আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং, উখিয়া শহিদ মিনার -প্রাণিসম্পদ হাসপাতাল সড়ক কার্পেটিং, পশ্চিম ডিগলিয়া চৌরাস্তার মাথা থেকে পূর্বদিকে নতুন পাড়া জামে মসজিদ সড়ক কার্পেটিং, টাইপালং দাখিল মাদ্রাসা থেকে পূর্বদিকে ডেইলপাড়া সাইক্লোন শেল্টার কার্পেটিং, লম্বাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাতিমোরা বাজার পর্যন্ত এইচবিবি সড়ক উন্নয়ন, লম্বাঘোনা সিরাজ সওদাগরের বাড়ি থেকে উত্তর ঘুমধুম আজুখাইয়া রাস্তা পর্যন্ত এইচবিবি সড়ক উন্নয়ন, বটতলী আরাকান সড়ক থেকে উত্তর পুকুরিয়া রাবার ড্যাম রাস্তা কার্পেটিং, কুতুপালং বাজার থেকে পশ্চিম দিকে লম্বাশিয়া রাস্তা এইচবিবি সড়ক উন্নয়ন, টাইপালং এলজিইডি রাস্তা থেকে পশ্চিম দিকে গরুর বাজার সিকদার বিল রাস্তা এইচবিবি সড়ক উন্নয়ন, টাইপালং এলজিইডি রাস্তা থেকে পশ্চিম দিকে গরুর বাজার সিকদার বিল রাস্তা এইচবিবি সড়ক উন্নয়ন, উখিয়া বাজার জাকের মুনশির বাড়ি থেকে মৌলভী পাড়া ক্বারী কামালের বাড়ি পর্যন্ত এইচবিবি সড়ক উন্নয়ন।
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, তার মেয়াদকালে উখিয়ার বিশেষ করে রাজাপালং ইউনিয়নের প্রতিটি গ্রামীণ সড়ক কার্পেটিংয়ের আওতায় আনা হবে। উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, উক্ত প্রকল্পগুলো ছাড়াও জালিয়াপালংয়ে তিনটি, পালংখালী ইউনিয়নে তিনটি, রত্নাপালং ইউনিয়নে ৩টি ও হলদিয়াপালং ইউনিয়নে ৪টি গ্রামীণ সড়ক কার্পেটিংয়ের আওতায় আনা হবে। তিনি বলেন, গুণগতমানসম্পন্ন উপকরণ দিয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং প্রতিটি প্রকল্পের যাবতীয় তথ্যবিবরণী সাইনবোর্ড স’াপন করা হবে।
পাঠকের মতামত