উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ৯:০৭ এএম

রুমায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের দায় স্বীকার করেছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবস্থাপককে ছেড়ে দেওয়া হয়। তাদের ক্যাম্পে কোনো বাঙালি বন্দি নেই বলেও দাবি করেছে পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীটি।

শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে কেএনএফের মিডিয়া ও ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান সলোমন এই বিবৃতি পাঠান।

বিবৃতিতে অভিযোগ করা হয়, শান্তি আলোচনায় সরকারের তরফ থেকে তাদের কোনো শর্তই মানা হয়নি। গোষ্ঠীটির দাবি, সীমান্ত সড়ক নির্মাণের কারণে বম সম্প্রদায়ের চার হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। এছাড়া পর্যটন ঘিরে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নানা সমস্যায় রয়েছে স্থানীয় মানুষ। তাদের বিরুদ্ধে জনসংহতি সমিতির সংস্কারপন্থি অংশকে উসকে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

এদিকে, রুমায় পুলিশের সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় কয়েকজন বম তরুণের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরই তল্লাশি চৌকিতে হামলা চালায় কেএনএফ। এ সময় পুলিশও পালটা গুলি ছোঁড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে আজ শনিবার বান্দরবান সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল সাড়ে ১০টায় রুমায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

এর আগে বৃহস্পতিবার রাতে রুমা, থানচি ও আলিকদমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায় কেএনএফ সন্ত্রাসীরা।

পাঠকের মতামত