
এম আমান উল্লাহ আমান,টেকনাফ:
টেকনাফ মেরিন ড্রাইভ সংযোগ সড়কগুলোর বেহাল দশা। টেকনাফ শাপলাপুর এলজিডি সড়ক থেকে মেরিন ড্রাইভে যাতায়তের প্রতিটি গ্রামে রয়েছে সংযোগ সড়ক। প্রায় সংযোগ সড়ক চলাচল অনুপযোগী ও পরিত্যাক্ত হয়ে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায় সদর ইউনিয়নের বিজিবি ব্যাটালিয়ন রোডের লম্বরী পর্যটন বাজার হতে মেরিন ড্রাইভ সী-বিচ পর্যন্ত মাত্র ১ কিলোমিটারের সড়কটি যাতায়ত অনুপোযোগী। ব্রিক সলিনের ভাঙ্গা ক্ষত বিক্ষত সড়ক দিয়ে হেঁটে চলাও মহাদায়। লম্বরী পর্যটন বাজার হতে মেরিন ড্রাইভ সী-বিচ পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য জেলে , পথচারী, পর্যটক ও বিজিবির প্রশিক্ষণ সৈনিক-টহল দল অন্তহীন কষ্টে চলাচল করছে।
জানা যায়- প্রায় ১০ বৎসর পূর্বে লম্বরী পর্যটন বাজার হতে মেরিন ড্রাইভ সী-বিচ পর্যন্ত ব্রিক সলিনের কাজ হয়। বিগত কয়েক বছর ধরে ইট উঠে গিয়ে সড়কের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এলাকার জমি ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব বলেন- মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে মাঠি নিয়ে বড় ডাম্পার চলাচলের কারনে রাস্তাটি প্রায় পরিত্যাক্ত হওয়ার পথে। ফলে এ সড়কে দুর্ঘটনা যেন নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এ ব্যাপারে পথচারী সৈয়দ আলম,আমির আহমদ ও এ,কে ফিসিং প্রোপাইটর একেলাছ সরওয়ারসহ অনেকে জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ও বিজিবি কর্মকর্তা, এল,জি,ই,ডি কর্মকর্তাসহ অসংখ্য পর্যটক যাতায়ত করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় রাস্তার এই বেহাল দশা কারো নজরে পড়ে না।
এ ব্যপারে টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন- লম্বরী পর্যটন বাজার হতে মেরিন ড্রাইভ সী-বিচ পর্যন্ত ১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ অতি শিঘ্রিই শুরু হবে, মেরিন ড্রাইভ গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসাবে কার্পেটিংদ্বারা উন্ননের কাজ বাস্তবায়ন হবে।
পাঠকের মতামত