প্রকাশিত: ১১/১০/২০১৬ ৭:১৮ এএম

image-3240২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকেলে এ কথা জানালেন চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ।

ফল পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের (http://result.dghs.gov.bd/) ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

গেলো শুক্রবার এমবিবিএসে ভর্তির পরীক্ষা হয়। এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন। তবে এদিন পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ২০৭ জন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছেন একজন। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করা হয়েছে।

এ বছর ৩০টি সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।

তিনি জানান, এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে বিডিএস (ডেন্টাল) কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।

পাঠকের মতামত

৪০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াবে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০ জন করে ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার ...

তাপপ্রবাহ: প্রাথমিকে ক্লাসের সময় কমলো, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে এনে রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। শ্রেণি ...

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...