প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৫:০৭ পিএম
ফিরে আসা এমদাদুল

ফিরে আসা এমদাদুল
শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ৬ বছরের শিশু অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। ৪ দিন পর অপহরণকারীকে ১ লক্ষ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে শিশু এমদাদুল হক মিশুকে ফিরে পায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের এনামুল হকের ছেলে এমদাদুল হক মিশু। গত ০১ ফেব্র“য়ারী সকাল ৮ টার দিকে পাগলির বিল শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার নুরানী ছাত্র এমদাদুল হক মিশুকে একদল দুর্বত্ত অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজ নিয়ে না পেলে উখিয়া থানায় ও র‌্যাব-৭ এর নিকট অবহিত করেন। দীর্ঘ ৪ দিন পরে রবিবার সকাল ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ির সদর ষ্টেশনে অপহৃত শিশু এমদাদুল হক মিশুকে ফেরৎ দেন অপহরণকারীরা। অপহৃত শিশুর পিতা এনামুল হক বলেন, তার ছেলেকে জীবিত ফেরৎ পাওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ডাটা বেইজ তৈরি করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। তার বাড়িতে থাকা রোহিঙ্গা যুবক ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। রবিবার সকালে মুক্তিপণের টাকা দিয়ে ছেলেকে ফিরে পায়। মাতা শারমিন আক্তার বলেন, রোহিঙ্গাদের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। আজ আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। কাল আপনার ছেলে নিয়ে যাবেনা সেটার গ্যারান্টি কি?

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...