ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৪ ৮:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এসময় তিনি টেকনাফ উপজেলার অন্তর্গত প্রবালদ্বীপ ক্ষ্যত সেন্টমার্টিনে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্রও বিতরণ করেছেন।

১৮ জানুয়ারী সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ জানুয়ারী (বুধবার) বুধবার কক্সবাজার পৌছে কক্সবাজের উখিয়ার পালংখালী এবং বান্দরবনের ঘুমধুমস্থ মিয়ানমার সীমান্ত এলাকাটি পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত থাকা বিওপি গুলোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন।

পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধ করাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। সীমান্ত সু-রক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল দলের নিয়মিত আভিযানিক কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশনা দেন।

এরপর ১৮ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সেন্টমার্টিন বিওপির কার্যক্রম এবং দ্বীপে দায়িত্বরত বিজিবি সৈনিকদের সার্বিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা পরিদর্শন করেন।

এ সময় তিনি সৈনিকদের সাথে কুশল বিনিময় কবেন। কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে বসবাসরত ২০০ জন হতদরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এসময় বিজিবি মহাপরিচালকের সফর সঙ্গী হিসাবে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারে দায়িত্বরত রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার এবং উখিয়া-টেকনাফ সীমান্ত ব্যাটালিয়নে দায়িত্বরত অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...