প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মালয়েশিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ১২ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় বিদেশিদের অপরাধী করে মামলা করার পর গত শনিবার (১০ জুন) পুলিশ অভিযান চালায়৷

সন্দেহভাজন তিন ইন্দোনেশীয় নাগরিককে উদ্দেশ্য করে চালানো এ অভিযানে ১০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ৷

আটক ২৫ জনের মধ্যে ৫ জন ইন্দোনেশিয়ান ও ১২ জন বাংলাদেশি নাগরিক৷ মালয়েশিয়ায় বসবাসের কোনো বৈধ কাগজপত্রও তাদের সঙ্গে ছিল না।

কেলাং উতারা জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ইউসুফ মামাত জানান, অভিযান পরিচালনার জন্য গত শুক্রবার কামপং রানতু পানজাং জায়গাকে হটবেড হিসেবে চিহ্নিত করা হয়েছিল৷ সেখানে বৈধ ও অবৈধ অসংখ্য বিদেশি আছে বলে বিভিন্ন সূত্রে জানার পর এ অভিযান পরিচালনা করা হয়৷

তিনি বলেন, ৩ জন কর্মকর্তা ও ৩২ জন কর্মীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন ফৌজদারি তদন্ত বিভাগের সহকারী সুপারিটেনডেন্টন্ড আজহার আলী।

সন্দেহভাজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত এবং এলাকাটি অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গত ৭ জুন কাম্পুং রণতু পাঞ্জাংয়ে নিজ বাড়িতে গৃহবধু ধর্ষণের শিকার হন। তিনজন ব্যক্তি রাত ৪টার দিকে গৃহবধূর কক্ষে আসেন। তার স্বামী ও চার বছরের ছেলে লিভিং রুমে ঘুমাচ্ছিলেন৷পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ধর্ষণ করা হয়।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...