প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মালয়েশিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ১২ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় বিদেশিদের অপরাধী করে মামলা করার পর গত শনিবার (১০ জুন) পুলিশ অভিযান চালায়৷

সন্দেহভাজন তিন ইন্দোনেশীয় নাগরিককে উদ্দেশ্য করে চালানো এ অভিযানে ১০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ৷

আটক ২৫ জনের মধ্যে ৫ জন ইন্দোনেশিয়ান ও ১২ জন বাংলাদেশি নাগরিক৷ মালয়েশিয়ায় বসবাসের কোনো বৈধ কাগজপত্রও তাদের সঙ্গে ছিল না।

কেলাং উতারা জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ইউসুফ মামাত জানান, অভিযান পরিচালনার জন্য গত শুক্রবার কামপং রানতু পানজাং জায়গাকে হটবেড হিসেবে চিহ্নিত করা হয়েছিল৷ সেখানে বৈধ ও অবৈধ অসংখ্য বিদেশি আছে বলে বিভিন্ন সূত্রে জানার পর এ অভিযান পরিচালনা করা হয়৷

তিনি বলেন, ৩ জন কর্মকর্তা ও ৩২ জন কর্মীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন ফৌজদারি তদন্ত বিভাগের সহকারী সুপারিটেনডেন্টন্ড আজহার আলী।

সন্দেহভাজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত এবং এলাকাটি অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গত ৭ জুন কাম্পুং রণতু পাঞ্জাংয়ে নিজ বাড়িতে গৃহবধু ধর্ষণের শিকার হন। তিনজন ব্যক্তি রাত ৪টার দিকে গৃহবধূর কক্ষে আসেন। তার স্বামী ও চার বছরের ছেলে লিভিং রুমে ঘুমাচ্ছিলেন৷পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ধর্ষণ করা হয়।

পাঠকের মতামত