প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ১০:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ এএম

এম.বশির উল্লাহ,মহেশখালী:

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ শাহ আলম নামের এক যুবককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। আটক যুবক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আমতলী মগরিয়াকাটা গ্রামের মৃত মো: শরীফের ছেলে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ মহেশখালী প্রতিদিনকে বলেন, ১৭ মে বৃহস্পতিবার দুপুরে মহেশখালী থানার এস আই ঈমাম,এএসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট টহলে ছিলেন। দুপুরের দিকে উপজেলার কুতুবজোমের তাজিয়াকাটা এলাকার ব্রিজের উপর অবস্থান করছিল অস্ত্রধারী যুবক শাহ আলম। এ সময় শাহ আলমকে দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশী করে। তল্লাশীকালে আটককৃত যুবকের কোমরে প্যাঁচানো থাকা অবস্থায় দেশীয় তৈরি একটি বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। পরে পুলিশ এসব উদ্ধার করে যুবক শাহ আলমকে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান এস আই ঈমাম। স্থানীয় সূত্রে জানা গেছে -আটক শাহ আলম ও তার এক সহযোগীসহ স্থানীয় লবণ মাঠ থেকে পলিথিন নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তারা পলিথিনের পোটলার ভেতর এই অস্ত্র ও গুলি নিয়ে আসছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায় বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল ট্রেনেও ছিল যাত্রীদুর্ভোগ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনেও যাত্রীদের ভোগান্তির ...

উখিয়ায় বাজার নিলামে নিয়ে বিপাকে ইজারাদার : হাসিল তুলতে বাঁধা, চাঁদা দাবী!

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া বাজাতে বেড়েছে স্থানীয় চাঁদাবাজ চক্রের উপদ্রব। তাদের হাত থেকে রেহাই ...