প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::
রামু মরিচ্যা সড়কের পাইন বাগান এলাকায় ৭টি যানবাহনে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কবলে পড়া যানবাহনের মধ্যে রয়েছে একটি ম্যাজিক লাইন, ৩ টি সিএনজি,১টি টমটম ও ২টি টলি রয়েছে। এসময় ডাকাত দলে এলোপাতাড়ি মারধরে আহত হয়েছে ৫ জন।

কে গতিরোধ করে ডাকাতি সংঘটিত করেছে।ডাকাতদের হামলায় ৫জন গুরুত্ব অাহত। ড্রাইভার ও যাএীদের থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

গত বুধবার ১১ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ১১/১২ জনের সশস্ত্র ডাকাত দল রামু মরিচ্যা সড়কের পাইন বাগান এলাকায় প্রথমে একটি গাড়ি গতিরোধ করে। এসময় উভয় দিক থেকে আসা যানবাহনগুলোও গতিরোধ করা হয়। এর পর চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধর করে একনাগাড়ে ৭টি যানবাহনে ডাকাতি সংগঠিত করে।

ম্যাজিক গাড়ীর চালক তপন বড়ু্য়া জানান, তার গাড়ী গতিরোধ করে ব্যাপক মারধর করার পর নগদ টাকা ও মালামাল লুট করে। তার গাড়ী নং কক্সবাজার-ছ ১১০-৩০৩।

টমটম গাড়ীর চালক জানান তাকে ও মারধর করে নগদ টাকা সহ মোবাইল সেট ছিনিয়ে নেয়। তার মতো সব যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করা হয়।

সড়কে চলাচলকারী যানবাহন মালিক, চালক ও যাত্রীরা জানান, রামু মরিচ্যা সড়কের যান চলাচলে রামু পুলিশ অারো সর্তক হলে ডাকাত প্রতিরোধে তৎপর হতে হবে।

এই ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত) ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর জানতে পেয়ে দ্রুত পুলিশ দল ঘটনাস্হলে পাঠানো হয়। ডাকাতদের অাটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ডাকাতির সাথে জড়িতদের ধরার জন্য রামু মরিচ্যা ম্যাজিক হলার মালিক সমিতির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,সাধারন সম্পাদক অরুন বড়ু্য়া প্রশাসনের নিকট জোর দাবী সহ যাত্রীদের নিরাপদে চলাচলের বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...