প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ৯:৩১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৪ পিএম

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় মিনহাজ উদ্দিন (৮) নামের এক শিশুর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে এক গ্যারেজ মালিক।

মঙ্গলবার(১৪আগস্ট) সকালে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশু মিনহাজ উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পোড়াদিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

এদিকে ঘটনার মূল অভিযুক্ত গ্যারেজ মালিক তৌহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, শিশু মিনহাজ উদ্দিন তৌহিদুল ইসলামের মালিকানাধীন গ্যারেজে শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার সকালে ঠুকনো অভিযোগের ছুতোয় তাকে নির্দয় ভাবে পিঠুনি দেয় গ্যারেজ মালিক তৌহিদ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং নির্যাতককে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম স্যারের নির্দেশে নির্যাতক তৌহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...