প্রকাশিত: ১২/০৪/২০১৮ ১০:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৬ এএম

ডেস্ক রিপোর্ট ::

ভুয়া মুক্তিযোদ্ধায় – প্রকৃত মুক্তিযোদ্ধাদের ৩৫ শতাংশও কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশটা।’

কোটা সংস্কার দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রসঙ্গে এসব কথা বলেন এই মুক্তিযোদ্ধা।

ফারুক বলেন, ‘এখন যাঁরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোটার সহযোগিতা নিচ্ছেন, তাঁদের কতজন সঠিক মুক্তিযোদ্ধা, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমি মনে করি, সঠিক মুক্তিযোদ্ধার ৩৫ শতাংশও কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না। ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশটা। এখন এই ভুয়া মুক্তিযোদ্ধারা যদি কোটা ব্যবহার করে সব চাকরি নিয়ে নেন, তা হলে সাধারণ মানুষ কী করবেন। আমরা যাঁরা যুদ্ধ করেছি, তাঁরা তো সাধারণ মানুষের সুন্দর জীবনের প্রত্যাশাতেই যুদ্ধ করেছিলাম।’

যাঁরা আন্দোলন করছেন, তাঁরা সবাই শিক্ষিত উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘তাঁদের আমি বলব, আপনারা রাস্তায় ভাংচুর করে, রাস্তা আটকে আন্দোলন করবেন না, কারো গায়ে হাত দেবেন না। শান্তিপূর্ণ আন্দোলন করুন, মানববন্ধন করুন। আর মুক্তিযোদ্ধাদের কাছে বলুন, আপনারা তো দেশের মানুষের জন্য জীবন দিয়ে দেশ দিয়েছেন, এখন আমাদের সবাইকে সমানভাবে জীবন পরিচালনা করার অধিকার দেন। অবশ্যই মুক্তিযোদ্ধারা তা মেনে নেবেন। তাঁরা আপনাদের আন্দোলনের পাশে দাঁড়াবেন।’

চাকরিক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার আগে সঠিক মুক্তিযোদ্ধা নির্ণয় করা জরুরি বলে মনে করেন চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘আমরা এমনও দেখেছি যে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে সরকারি চাকরিজীবী তাঁর চাকরির মেয়াদ বাড়িয়েছেন, আবার কিছুদিন পরে দেখা গেল তিনি ভুয়া মুক্তিযোদ্ধা। এখন এভাবে যদি দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিন বাড়তে থাকে, আর তাঁদের জন্য বড় একটা সংখ্যার কোটা বরাদ্দ থাকে তাহলে তো সাধারণ মানুষ কোন চাকরি পাবে না।’

বিষয়টি যদি প্রধানমন্ত্রীর নজরে যায়, তা হলে এর একটা সুরাহা হবে বলেও মনে করেন ফারুক। তিনি বলেন, ‘কারণ তিনিও দেশে ও দেশের মানুষেল কথা ভাবেন। উনার আশপাশের মানুষগুলো আরেকটু ভালো হলে হয়তো এ ধরনের সমস্যার সমাধান আরো আগে হতো। তিনি কিছুতেই আগামী প্রজন্মের বিপক্ষে যাবেন না।’

আন্দোলনকারীদের উদ্দেশে ফারুক বলেন, ‘সবার মনে রাখতে হবে, যাঁরা আমার মতো যুদ্ধ করেছেন, তাঁরা চিন্তা করে যুদ্ধ করেননি। নিজের জীবনের বিনিময়ে হলেও দেশের মানুষের শান্তি চেয়েছেন। তাঁরা জানতেন না যে জীবন নিয়ে ফিরতে পারবেন কি না। যে কারণে এই বীরদের সম্মান দিতে হবে। আর খুঁজে বের করতে হবে যে কারা সঠিক মুক্তিযোদ্ধা।’

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...