
প্রেস বিজ্ঞপ্তি::
ভারুয়াখালী ব্রীজের কাজ আগামী নির্বাচনের আগেই শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন সাইমুম সরওয়ার কমল এমপি। শনিবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও’তে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে উদ্যোগ নেওয়া হবে। ঈদগাঁওকে বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। ঈদগাঁওকে উপজেলায় রুপান্তর করতে সংসদে দাবী জানানো হয়েছে। ঈদগাঁও’র সকল সড়ক, উপ-সড়কগুলো সংস্কার করে ঢেলে সাজানো হচ্ছে।
তিনি ঈদগাঁও পৌঁছে প্রথমে নির্মানাধীন ঈদগাঁও ডিসি সড়ক পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লুতু, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, জালালাবাদ আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা, জালালাবাদ প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো, ইসলামাবাদ মেম্বার সাইফুল ইসলাম, সাবেক মেম্বার বশির আহমদ, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাশেদ উদ্দীন রাশেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন, ব্যবসায়ী নুরুল আবছার প্রমূখ।
পরে বেলা ১২টার দিকে ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় তিনি সহসায় ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। এতে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আবুল শামা সওদাগর। পরে বিকাল ৩টার দিকে হাজি পাড়া পিআইও ব্রীজ উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বিকেল ৫টার দিকে যোগ দেন ভারুয়াখালী দারুল উলুম আলিম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এসময় এমপি কমল প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাখাতে সরকারের নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে মাদ্রাসার উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন এবং দ্রুত নতুন ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দেন। এতে সভাপতিত্ব করেন গভর্ণিং বডির সভাপতি নুরুল হুদা মেহেদি।
এতে কক্সবাজার আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছলিম উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, প্যানেল চেয়ারম্যানর আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শেখ ইয়াকুব আলী ইমন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাচ্চু, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কাজল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমান উল্লাহ, ছাত্রলীগ নেতা রুবেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত