প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে অার্থিক দৈন্যতায় চিকিৎসার অভাবে মৃত্যু পথ যাত্রী কক্সবাজার সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র উখিয়ার সোনারপাড়ার হাফিজের পাশে দাড়িয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ আরমান শাওন।
শুক্রবার সকালে শাওন নিজে গিয়ে শাওনের ঈদের খরচ থেক হাফিজের মায়ের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। সেই সাথে তার চিকিৎসার জন্য আরো সহযোগিতা করার আশ্বাস দেন। এ ব্যাপারে জানতে চাইলে শাওন জানান, ফেসবুক ও অনলাইনে মেধাবী ছাত্র হাফিজের করুন অবস্থা দেখে সে এগিয়ে এসেছে। তার চিকিৎসার জন্য সে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান। শাওন আরো জানান, তার পিতা সংসদ সদস্য আবদুর রহমান বদির কাছ থেকেও সে সহায়তা এনে দেয়ার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত গত ২২ ই জুন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমে  ব্রেইন টিউমারে আক্রান্ত উখিয়ার হাফিজ বাঁচতে চায় শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ...

মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম ৪৪ ...