প্রকাশিত: ১২/০৫/২০১৬ ১১:৪২ এএম

ডেস্ক রিপোর্ট ::

বুধবার রাত ১০টার দিকে আলীকদম উপজেলার থানচি-আলীকদম সড়কের বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী এ মর্টারসেল হামলা চালায়। এ সময় পাশাপাশি আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা হামলা চালায়।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টা বা ১০টার দিকে বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, মিয়ানমার আর্মিদের দু’গ্রুপে সংঘর্ষ চলাকালে কয়েকটি মর্টারসেল আলীকদমের বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নের উপর দিয়ে যায় এবং বর্তমানে মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সব সময় অ্যালার্ট আছে।

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...