প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৭:২২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিমকে শহরের বাহারছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে বাহারছরা কাঁচাবাজারে শনিবার ৫জুন রাত ১১টার দিকে আবু সায়েম ডালিম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন এর দাফন কাফন কর্মীরা এসব কার্যক্রম সম্পন্ন করেন।

জানাজায় অংশ নেওয়া কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রশাসনের নিষেধ সত্বেও জানাজায় সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অনেক মুসল্লী অংশ নেন। বিস্ময়কর বিষয় হলো-৫জুন ছিলো মরহুম আবু সায়েম ডালিমের পিতা জয়নাল আবেদীনের মৃত্যু বার্ষিকী। স্থানীয় প্রবীণ লোকজন একথা বলেছেন।

কক্সবাজার শহরের বাহারছরা মৃত জয়নাল আবেদীন এর পুত্র আবু সায়েম ডালিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ৫ জুন বিকেল ৫ টা ৪০ মিনিটে উখিয়া SARI isolation & treatment centre এ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মারা যাওয়ার ঘন্টা খানেক আগে আবু সায়েম ডালিমের অবস্থার অবনতি হলে তার আরো উন্নত চিকিৎসার জন্য SARI isolation & treatment centre কর্তৃপক্ষ ঢাকায় রেফার করেন। আবু সায়েম ডালিমকে বহন করার জন্য এম্বুলেন্স প্রস্তুত রাখা অবস্থায় ডালিম সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান। আর প্রস্তুত রাখা সেই এম্বুলেন্সে উঠা হয়নি আবু সায়েম ডালিম এর। আবু সায়েম ডালিমের মৃতদেহ ‘ডিসইনফেকশন’ করার পর SARI isolation & treatment centre কর্তৃপক্ষ মৃতদেহ নিয়ে রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের দিকে রওয়ানা দেয়। আবু সায়েম ডালিমের মৃত্যুতে পুরো কক্সবাজার শহরে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...