প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:৫৫ এএম

এস.আজাদ
উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী নতুন বস্তিতে অবস্থানকারী এক রোহিঙ্গা যুবতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষনের শিকার হয়েছে। বর্তমানে ধর্ষিতা কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। রোববার রাতে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মিয়ানমারে সেনা এবং রোহিঙ্গা উগ্রবাদীদের হাতে নির্যাতনের শিকার হয়ে গত ২মাস পুর্বে পালিয়ে এসে বালূখালী নতুন বস্তির ডি ব্লকে অবস্থান নেন মংডু কুইরখালী এলাকার আব্দুর রশিদ ও তাঁর পরিবার। সম্প্রতি পশ্চিম বালুখালী এলাকার বাসিন্দা মাহামুদুল হকের ছেলে আব্দুল আজিজ (২৩) তাঁর বন্ধু মোঃ আমিন(২২) এর লোলুপ দৃষ্টি পড়ে আব্দুর রশিদের ষোড়শী যুবতি মেয়ের উপর। বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল আজিজ তাঁর সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে। যার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় কৌশলে ওই যুবতীকে বস্তি থেকে বের করে নিয়ে যায় কক্সবাজার একটি হোটেলে। ২ বন্ধু মিলে রাতভর ধর্ষন করে সোমবার সকালে বালুখালী পানবাজার এনে গাড়ী থেকে নামিয়ে দিয়ে লম্পট আমিন ও আজিজ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ধর্ষিত‍া এসএমএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ধর্ষিতার পিতা আব্দুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, আমি শুনেছি তবে এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...