প্রকাশিত: ০৮/১২/২০১৬ ৭:১৪ এএম
ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি দুজন জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল-সংলগ্ন নাফ নদী থেকে মোহাম্মদ নাজির হোসেন (৪২) ও আবদুস শুক্কুর (৩৯) নামের দুই জেলেকে অপহরণ করা হয়। নাজির হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ নাজির হোসেন ও শুক্কুর একই এলাকার সৈয়দ আলীর ছেলে। অপহৃত ওই দুই জেলের পরিবারের সদস্যরাসহ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো লম্বাবিল-সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার করতে যান। ভোরের দিকে বিজিপির একটি টহল দল স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে নৌকাসহ ওই দুই জেলেকে অপহরণ করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

অপহৃত আবদুস শুক্কুরের ছোট ভাই আবদুর রহিম বলেন, এ ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়ন বরাবরে লিখিতভাবে তাঁরা জানাবেন। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ আজ রাতে গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি শুনেছি, কিন্তু অপহৃত জেলেদের পরিবার এখনো লিখিতভাবে জানায়নি। তারপরও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’ সূত্র: প্র/আ

পাঠকের মতামত

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাচন বর্জনে জেলা বিএনপির লিফলেট বিতরণ

বান্দরবান জেলার আসন্ন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বান্দরবান জেলা বিএনপির দিনব‌্যাপি লিফলেট বিতরণ করা ...

নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে অভিযান, ৮টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির গহিন অরণ্যে দুর্বৃত্তদের আস্তানায় হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ...