প্রকাশিত: ০৩/০৩/২০১৭ ১০:৩২ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ সহ স্থানীয় আওয়ামী লীগ নেত্রীবৃন্দকে প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় শ্রমিকলীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বাদী হয়ে ২০১৩ সালের ২২ নভেম্বর কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

দায়ের করা উক্ত মামলার অভিযোগে বলা হয়, কুতুবদিয়া দ্বীপে আয়োজিত বিএনপির এক জনসভায় উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রাণনাশেরও হুমকি প্রদান করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ২০ জুন পুলিশ আদালতে অভিযোগ পত্র প্রদান করেন। পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই আদালতে অভিযোপত্র গৃহীত হয়।

মামলার বাদী এরপর গত বছরের ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করেন উপজেলা চেয়ারম্যান ও মামলার প্রাথমিক অভিযুক্ত আসামীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য। মামলার বাদী মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল আজ বৃহষ্পতিবার কালের কন্ঠকে জানান-‘আমার আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক মন্ত্রণালয় গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করেছে। ’

এ প্রসঙ্গে কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরী কালের কন্ঠকে জানান-‘আমি ২০১৪ সালের ৯ এপ্রিল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ পর্যন্ত আমাকে ২টি পৃথক মামলা দেখিয়ে দুইবার বহিষ্কার করা হল। ’ তিনি বলেন, প্রথমবারের বহিষ্কারাদেশ উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেই তিনি একই পদে বহাল রয়েছেন। দ্বিতীয় আদেশটিও তিনি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...