
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, নগরের স্টেশন রোডে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় ছাইকুল ইসলাম ও মো. আইয়ুব নামের দুই বয়স্ক ব্যক্তি হাতে দুটি ছাতা ও একটি ফলের ঝুঁড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। তল্লাশি চালানোর সময় ফলের নিচে ঝুঁড়ির তলায় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা অবস্থায় ইয়াবা পাওয়া যায়। ফলের সঙ্গে থাকা কাপড় কাঁচার সাবানের গোল্লা কৌশলে ভেতরে ফাঁকা করেও ইয়াবা রাখা হয়। এমনকি হাতে থাকা দুইটি ছাতার হাতলের ভেতর থেকেও ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনের স্বীকারোক্তির ভিত্তিতে জাহাঙ্গীর আলম নামে তাদের আরেক সহযোগীকে খুলশীর আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, তিনজন মিলে কক্সবাজার থেকে ইয়াবাগুলো কিনে নিয়ে আসেন। মঙ্গলবার রাতে ইয়াবাগুলো বিক্রির জন্য কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার কথা ছিল তাদের। রাতে দুইজন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। আরেকজন এসে না পৌঁছায় তারা স্টেশন রোডে পায়চারি করছিলেন। এসময় টহল টিমের সন্দেহ হলে তাদের তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়। সুত্র: সমকাল
পাঠকের মতামত