প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৯:০৭ পিএম
স্টাফ করেসপন্ডেন্ট::

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও এ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, আমাদের (বাংলাদেশ) ফরেন পলিসিতে (পররাষ্ট্র নীতি) যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রোহিঙ্গা ইস্যু অন্যতম চ্যালেঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে তা আমরা (সংসদীয় কমিটি) সমর্থন করি।

দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ডা. দীপু মনি এসব কথা জানান। সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সম্পর্কে পরবর্তি বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য আজকের সভা মূলতবী করা হয়েছে।

কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মোঃ সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়। এছাড়া মীয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয় বৈঠকে।

যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে তাদের মীয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদেরকেও ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হকসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...