প্রকাশিত: ৩০/০৩/২০১৮ ২:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ এএম

ডেস্ক রিপোর্ট::
বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসার প্রয়োজন পড়লে অবশ্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হবে। সরকার এতটা অমানবিক হবে না।শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এর আগে সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রধান খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশ পাঠানোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘যদি সত্যিকার অর্থে বিএনপি নেত্রী অসুস্থ হন, তাহলে চিকিৎসকের পরামর্শে তার সুচিকিৎসার ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোও হবে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া জেলে অসুস্থ হয়ে পড়েছেন বলে তার দলের মহাসচিব জোর গলায় বলে যাচ্ছেন। খালেদা জিয়ার যে ধরনের অসুস্থ, তার জন্য সে ধরনের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। জেলে আছেন বলে তার প্রতি সরকার কখনোই অমানবিক আচরণ করবে না।’

কাদের বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যা যা করা দরকার, সবই করা হবে। তবে তার অসুস্থতা কেমন, তার ওপর নির্ভর করেই চিকিৎসা করানো হবে।’

এ সময় গতকাল বৃহস্পতিবার সারাদেশে স্থানীয় পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দল থেকে বিদ্রোহ করে যারা বিভিন্ন সময় নির্বাচন করেছেন, তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের শাস্তি না হলে অপরাধের প্রবণতা আরও বেড়ে যায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

পাঠকের মতামত

কঠোর নির্দেশনার পরও মন্ত্রী-এমপিদের স্বজনরা ছাড়ছে না ভোটের মাঠ

সরকারদলীয় এমপি-মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা ...

মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফের ...