প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ৯:৫৮ পিএম

সংবাদদাতা
শেষ মুহুর্তে প্রশাসনিক বাঁধায় বন্ধ হয়ে গেল কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তনদের মিলনমেলা। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় মাদরাসা মাঠে মিলনমেলা হওয়ার কথা। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে অয়োজক কমিটি। কিন্তু বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের বিশেষ শাখার সদস্যরা গিয়ে অনুষ্ঠান না করতে নির্দেশ প্রদান করে। যে কারণে শেষ বেলায় প- হয়ে গেল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রাক্তনদের মিলনমেলা।
এদিকে অনুষ্ঠানের সকল আয়োজন করেও শেষ মুহুর্তে প্রতীক্ষিত মিলনমেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। সাথে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে শীগ্রীই নতুন দিন তারিখ ঠিক করে জানিয়ে দেয়া হবে।
প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা নজরুল ইসলাম ও সদস্যসচিব অধ্যাপক ছৈয়দ নূর যুক্ত বিবৃতিতে বলেন, মিলনমেলা অনুষ্ঠানের বিষয়ে যথা সময়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে সম্মতি পাওয়ায় অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু শেষ বেলায় প্রশাসনিক বাঁধার মুখে বহু আগ্রহের মিলনমেলা করতে না পারায় সবার মাঝে হতাশা দেখা দেয়। তারা জানান, অনুষ্ঠানের দিন অনেকে সকালে অনুষ্ঠানে এসে ফেরত গিয়েছে। এ জন্য অয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অতি শিগ্রীই নতুন তারিখ ধার্য্য করে হবে বলেও জানানো হয়। সুত্র ,সিবিএন

পাঠকের মতামত

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...

ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জালিয়াতি করে কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের প্রভাব বলয় কাজে লাগিয়ে কোটি কোটি টাকা মূল্যের ব্যক্তি ...