প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৮:৪৬ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসী কক্সবাজার জেলার কমিটি গঠনের পরপরই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। উজ্জীবিত হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। বহু প্রতীক্ষিত সম্মেলন কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পরপরই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত সাধারণ প্রবাসীদের মাঝে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। সর্বত্রে প্রশংসিত হচ্ছে এ কমিটির নির্বাচিত সকল নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, বিগত মাসে সম্মেলন কাউন্সিলের মাধ্যমে প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি কমিটি হয়। এতে সভাপতি হিসাবে এম জহির আহমদ (সদর), সাধারণ সম্পাদক হিসাবে আবদু শুক্কুর (ঈদগাঁও) সাংগঠনিক সম্পাদক হিসাবে সম্রাট মিতালী (মহেশখালী) নির্বাচিত হয়। দীর্ঘদিন পর গত ৮ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর সংগঠনের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি দলের সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে। তারা বিভিন্ন অপ প্রচারের মাধ্যমে জেলা বিএনপি কর্তৃক গঠিত কমিটিকে হেয় প্রতিপন্ন করায় লিপ্ত রয়েছে। সদ্য গঠিত কমিটির নেতাকর্মীরা যখন কক্সবাজার জেলা বিএনপির আওতাধীন ইউনিটের হামলা মামলায় আক্রান্ত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা, অফিস ভাড়া, ফার্নিচার প্রদানসহ আনুষাঙ্গিক কর্মকান্ড হাতে নিয়েছে ঠিক সে মুহুর্তে কিছু কুচক্রী মহল শক্তিশালী এ কমিটিকে দুর্বল করতে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ দিয়ে বিএনপি পরিবারকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে। কক্সবাজার জেলা বিএনপির কর্নধার সাবেক হুইপ ও সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের সুপারিশক্রমে অনুমোদন পাওয়া এ কমিটির বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার কোনভাবেই সহ্য করা হবে না বলে সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম আজাদ, আবুতাহেরসহ অনেকেই জানান। একঝাঁক তরুণ, ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এ কমিটির কর্মতৎপরতা দেখে কাউন্সিল নির্বাচনে হেরে যাওয়া গুটি কয়েক ব্যক্তি এ কর্মকান্ডে লিপ্ত রয়েছে বলে জানান প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির একাধিক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে বুকে ধারণ করে বহির্বিশ্বে হাটি হাটি পা পা করে প্রবাসীদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে কর্মতৎপরতা শুরু করে এ কমিটির নেতাকর্মীরা। প্রশংসনীয় হয়ে উঠে কক্সবাজার জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এ ব্যাপারে ঈদগাঁওর যুবদল নেতা নুরুল আজিম জানান, প্রবাস জীবনে গিয়ে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে প্রবাসীদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির রাজনীতির হাল ধরেছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা দলের সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে তাদেরও উচিত হিংসা বিদ্বেষ ছেড়ে শহীদ জিয়ার আদর্শকে লালন করে এক কাতারে এসে জাতীয়তাবাদী দলের রাজনীতি করা। এ ব্যাপারে প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদু শুক্কুর জানান, আজকের যারা নিজেদেরকে সভাপতি সেক্রেটারী দাবী করছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই প্রবাসী জেলা কমিটির প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের কি ভূমিকা ছিল? এমন কোন ছবি দেখাতে পারবে কোন কর্মসূচীতে তাদের অংশগ্রহণ ছিল? এ প্রসঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্নার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রকৃত ত্যাগী ও কর্মঠ ব্যক্তিদের দিয়ে প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি গঠন করা হয়েছে। গত একমাস আগে সৌদি আরবে সম্মেলন কাউন্সিলের মাধ্যমে এম জহির আহমদ সভাপতি, আবদু শুক্কুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর যারা নিজেদের সভাপতি সাধারণ সম্পাদক দাবী করছে তারা বর্তমানে বিদেশে নেই। তাছাড়া একজন সভাপতি দাবীদার বর্তমানে জেলা শ্রমিকলীগের দায়িত্বে রয়েছে বলে জানায়।

পাঠকের মতামত

বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, নিহত ৩

বান্দরবানের রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর ...